ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
বরিশালে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

বরিশাল: বরিশাল নগরের রূপাতলী এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ছয়তলা থেকে পড়ে আইয়ুব আলী (৩৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রূপাতলী সোনারগাঁও টেক্সটাইল মিল সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী পটুয়াখালী সদর থানাধীন গ্যারাখালী গ্রামের মৃত আলী আকবর মুধার ছেলে।

তিনি নগরের রূপাতলীতে নির্মাণাধীন ওই ছয় তলা ভবনের কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছিলেন।

মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সালেকুল বাশার জানান, ছয়তলা থেকে আয়ুব আলী পড়ে গেছেন, ঘটনার সময় সেখানে অন্য কেউ ছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এসআই সালেকুল বলেন, নিহত যুবকের পরিবারের সদস্যদের খবর দিয়েছি। তবে মৃত্যুটি কেমন রহস্যজনক বলে মনে হচ্ছে। কেননা বাড়ির ঠিকাদার শাহজাহানকে ঘটনার পর থেকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।  

বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।