ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোলা থেকে সম্রাটের সহযোগী জাকিরকে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ভোলা থেকে সম্রাটের সহযোগী জাকিরকে আটক

ভোলা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী জাকিরকে ভোলা থেকে আটক করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে তাকে আটক করে র‌্যাব। পরবর্তীতে এদিন রাতে তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করেন র‌্যাব সদস্যরা।

এ সময় জাকিরের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, জাকিরকে ভোলা জেলা শহরের চরনেয়াবাদ এলাকার পাসপোর্ট অফিস সংলগ্ন তার নানা-শ্বশুরের বাড়ি থেকে আটক করা হয়।  

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, র‌্যাব বাদী হয়ে ভোলা থানায় অস্ত্র ও মাদক আইনে জাকিরের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা দায়ের করেছে। ওই মামলায় জাকিরকে সম্রাটের ব্যবসায়িক পার্টনার উল্লেখ করা হয়েছে।

ওসি আরও জানান, জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে র‌্যাব সদস্যরা আটক করে ভোলা থানায় হস্তান্তর করেছে। তবে সে সম্রাটের সহযোগী কি-না, তা নিশ্চিত করেনি পুলিশ।

এদিকে জাকিরকে আটকের বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।