ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের আগুনে নিহত ইমরানের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের আগুনে নিহত ইমরানের দাফন সম্পন্ন

মাদারীপুর: জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ডাকাতের দেওয়া পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে নিহত মাদারীপুরের শিবচরের যুবক ইমরান খলিফার (২৮) দাফন্ন সম্পন্ন হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে জানাজা শেষে নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

এর আগে, মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মরদেহ এসে পৌঁছায় এবং মধ্যরাতে বাড়ি আসে।

 

ইমরানের প্রতিবেশী আবু বকর শিকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দক্ষিণ আফ্রিকায় নিহত ইমরানের প্রথম জানাজা শেষে তার পরিচিত বাংলাদেশীরা তার মরদেহ ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুলে দেন। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকা পৌঁছায়। ইমরানের মরদেহ বাড়িতে পৌঁছালে শোক নেমে আসে পুরো এলাকায়। শেষবারের মতো ইমরানকে দেখতে শত শত মানুষ ভিড় জমান তার বাড়িতে।  

দরিদ্র পরিবারের সম্বল জমিটুকু বিক্রি ও ধার-দেনা করে সাত লাখ টাকা যোগাড় করে একমাত্র ছেলেকে বিদেশে পাঠান বাবা। আশা পরিবারের দৈন্যদশা দূর হবে। আর্থিক কষ্ট দূর হবে। দেড় বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়ে ওখানকার ওরেঞ্জফার্ম এলাকায় একটি দোকান দেন শিবচরের ইমরান। গত সোমবার (২১ অক্টোবর) রাতে একদল বন্দুকধারী হানা দেয় দোকানে। ডাকাতি শেষে পেট্রোল ধরিয়ে দেয় দোকানে। ভেতরে আটকা পড়ে ইমরান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। বুধবার (২৩ অক্টোবর) ভোরে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

** দক্ষিণ আফ্রিকায় সন্তানের মৃত্যু: মা-বাবার স্বপ্ন পুড়ে ছাই
** সাউথ আফ্রিকায় ডাকাতের দেওয়া আগুনে বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।