মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই বাচ্চু নামে আরেক ফল ব্যবসায়ীকে খুঁজছে পুলিশ।
ভাসানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত নজরুল স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাসানটেক বিআরপি এলাকায় থাকতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাচ্চু নামে এক ব্যক্তি তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে সিঁড়ির মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরিবারের লোকজন নজরুলকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
শাহিদুল বিশ্বাস আরও জানান, পলাতক বাচ্চুকে ধরতে পুলিশ কাজ করছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এজেডএস/এফএম/এএ