ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গ্রিসের ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান মোমেনের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
গ্রিসের ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান মোমেনের এথেন্সে আয়োজিত এক বিজনেস টক-এ পররাষ্ট্রমন্ত্রী ও এসিসিআই সভাপতি কন্সটেন্টাইন মিশোলস

ঢাকা: বাংলাদেশে বিনিয়োগের জন্য গ্রিসের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এথেন্সে আয়োজিত এক বিজনেস টক-এ তিনি এ আহ্বান জানান। 

বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মঙ্গলবার এথেন্সে 'বাংলাদেশ: গ্রিসের জন্য বাণিজ্যের সুযোগ' শীর্ষক এক বিজনেস টক-এ বক্তব্য রাখেন।

এসময় ড. মোমেন বলেন, বাংলাদেশে এখন আকর্ষণীয় বিনিয়োগ প্যাকেজ, রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো ইত্যাদি সুবিধা বিরাজমান। তাই গ্রিসের ব্যবসায়ীরা এই সুযোগ নিতে পারেন।  

বাংলাদেশে বিনিয়োগের জন্য গ্রিসের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসিসিআই) ও গ্রিসের বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এ বিজনেস টকয়ের আয়োজন করে। এতে আরও বক্তব্য রাখেন এসিসিআই সভাপতি কন্সটেন্টাইন মিশোলস ও গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।