ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য বীমার ঘোষণা আতিকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য বীমার ঘোষণা আতিকের

ঢাকা: পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বীমা চালুর জন্য প্রকল্প করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে তাৎক্ষণিক নির্দেশও দেন তিনি।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর মিরপুরে ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি ক্যান্সার স্ক্রিনিং এবং সচেতনতামূলক মাসব্যাপী কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন আতিকুল ইসলাম।

ডিএনসিসি মেয়র বলেন, আপনারা (পরিচ্ছন্নতা কর্মী) আমাদের ঘরে বাইরের সব জায়গা পরিষ্কার করেন।

সেই আপনাদের স্বাস্থ্য নিরাপত্তায় আমাদের সবার কাজ করতে হবে। সবাই যদি এগিয়ে আসে, বীমা খাত যদি এগিয়ে আসে যে, আমাদের স্বাস্থ্য কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা করে দেবে, তাহলে আমাদের স্বাস্থ্য কর্মীরা অনেক ভালো থাকবে।

আতিকুল ইসলাম আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে আমাদের দুই ধরনের শ্রমিক আছে। অস্থায়ী শ্রমিক এবং স্থায়ী শ্রমিক। দুই ধরনের শ্রমিকদের জন্যই কিভাবে স্বাস্থ্য বীমা চালু করা যায় তার একটি ফর্মুলা বের করার জন্য প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে আমি এখনই নির্দেশ দিচ্ছি। আপনারা যদি হাসপাতালে যান আপনাদের অনেক খরচ হবে। কিন্তু স্বাস্থ্য বীমা থাকলে আপনাদের খরচ হবে অনেক কম, কিন্তু লাভ হবে অনেক বেশি।

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে জানিয়ে তিনি বলেন, আপনাদের জন্য প্রায় ৭৮৪টি ফ্ল্যাট নির্মিত হতে যাচ্ছে। প্রতিটিতে দু’টি রুম, একটি করে বেলকুনি থাকবে।

তবে পরিচ্ছন্নতা কর্মীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান আতিক। তিনি বলেন, আপনারা যদি ভালো কাজ করতে না পারেন, তাহলে কিন্তু বাহির থেকে আউট সোর্সিং বা চুক্তিভিত্তিক মানুষ আনা হবে। কিন্তু আমরা সেটা করতে চাই না। পরীক্ষামূলকভাবে আমরা কিছু কিছু ওয়ার্ডে আউট সোর্সিংয়ের মাধ্যমে কাজ করছি। যারা ঠিকমত কাজ করছেন না তাদের বলতে চাই কোনো ধরনোর ফাঁকিবাজি চলবে না। আমি চাই আপনাদের কাজ আপনারাই করুন।

ডিএনসিসিতে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে বর্জ্য সংগ্রহের কারণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে থাকেন পরিচ্ছন্নতাকর্মীরা। এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাকে বলা হয় ক্যান্সার নির্ণয়ের পরীক্ষা বা ক্যান্সার স্ক্রিনিং। আগে থেকেই স্ক্রিনিং করা হলে এবং প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা অনেকটা সহজ হয়ে যায়। যে কারণেই এ ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম আয়োজন করা হয়েছে। ডিএনসিসি এবং আনোয়ার খান মেডিক্যাল কলেজের অকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে মাসব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছিল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহম্মাদ মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ, ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটি আহ্বায়ক ও ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু তাহের, আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এখলাসুর রহমান, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এহতাশামুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।