আটকরা হলেন- শাহজালাল (৩০) ও স্বাধীন (২৮)।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাদেরকে আটকের বিষয়টি জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রূপনগর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
পিএম/জেডএস