ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের লাইব্রেরিতে বঙ্গবন্ধুর সিক্রেট ডকুমেন্টস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
যুক্তরাষ্ট্রের লাইব্রেরিতে বঙ্গবন্ধুর সিক্রেট ডকুমেন্টস

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ যুক্তরাষ্ট্রের কুইন্স লাইব্রেরির প্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা এ বই হস্তান্তর করেন।

বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক বই ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ানের কাছে হস্তান্তর করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।

কুইন্স লাইব্রেরির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান লাইব্রেরিয়ান নিক বোরন অত্যন্ত আগ্রহের সঙ্গে এ মূল্যবান বইয়ের তিনটি খণ্ড নেন।

নিক বোরন বলেন, ঐতিহাসিক এ সংকলনটি সংগ্রহে যুক্ত করতে পেরে কুইন্স লাইব্রেরি গর্বিত। এসময় কনসাল জেনারেল বইটির পটভূমি সম্পর্কে তাকে অবহিত করেন।

নিক বোরন গত ২৮ অক্টোবর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার সঙ্গে কনস্যুলেটে সাক্ষাৎ করেন। এ সময় কনসাল জেনারেল মহান ‘শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০১৯’ যৌথভাবে উদযাপনে সহযোগিতা এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯’ উদযাপনে সহযোগিতা দেওয়ায় কুইন্স লাইব্রেরিকে ধন্যবাদ জানান।

কনস্যুলেট জেনারেলের এ সব গুরুত্বপূর্ণ উদ্যোগী ভূমিকার ভূয়সী প্রশংসা করে বোরন বলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলই প্রথম কনস্যুলেট অফিস যারা মূলধারার কুইন্স লাইব্রেরিকে সঙ্গে নিয়ে একটি আন্তর্জাতিক দিবস উদযাপন করেছে।

কনস্যুলেটের বিশেষ উদ্যোগে প্রথমবারের মতো কুইন্স লাইব্রেরি তথা আমেরিকার মূলধারাকে সঙ্গে নিয়ে এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে কুইন্স লাইব্রেরি, ফ্ল্যাশিংয়ে যথাযথ মর্যাদায় ‘শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন করা হয়। অনুষ্ঠানে বাংলাভাষা ছাড়াও অন্যান্য ভাষার আটটি দেশের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার সংস্কৃতির সঙ্গে বাংলাদেমি সংস্কৃতির মেলবন্ধন স্থাপন করা হয়। এছাড়া কনস্যুলেটের উদ্যোগে কুইন্স লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯’ উদযাপনে বাংলা ভাষা ছাড়াও বিভিন্ন ভাষাভাষীর শিশু-কিশোররা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।