বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জয় আশুলিয়া জিরানী বাজারের আব্দুর রশীদের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ওই সড়কের আশুলিয়াগামী একটি অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় জয়। এসময় পেছনে থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জয় মোটরসাইকেলে করে বেড়াতে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘাতক ট্রাক ও বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসআরএস