ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে উগ্রবাদ প্রতিরোধে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
খাগড়াছড়িতে উগ্রবাদ প্রতিরোধে সেমিনার ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা’ বিষয়ে সেমিনার। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ির টাউন হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে আয়োজিত সংলাপের অংশ হিসেবে জনপ্রতিনিধিদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মো. আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম, মাটিরাঙা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।  

ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ সুপার (এডিসি) আব্দুল মান্নান উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।  

সেমিনারে প্রধান অতিথি বলেন, সামাজিক, রাজনৈতিক, নাগরিক জীবন কিংবা দেশ ও জাতির পরিবর্তনসহ সব পরিবর্তনের মূল শক্তি সচেতনতা। নাগরিকরা সচেতন হলে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। তাহলে নিয়ন্ত্রিত পরিস্থিতি টেকসই হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এডি/এফএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।