ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাকিব পূর্ণোদ্যমে আবার ফিরবেন, আশা ফরাসি রাষ্ট্রদূতের 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
সাকিব পূর্ণোদ্যমে আবার ফিরবেন, আশা ফরাসি রাষ্ট্রদূতের  ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-ম্যারি শু ও সাকিব আল হাসান

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-ম্যারি শু প্রত্যাশা করছেন, বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও দৃঢ়ভাবে ফিরে আসবেন। 

বুধবার (৩০ অক্টোবর) ঢাকার ফরাসি দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ফরাসি রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শীর্ষ ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান পুনরায় পূর্বাবস্থায় ফিরে আসবেন।

 

‘আমরা আশাবাদী যে সাকিব আল হাসানের মতো খেলোয়াড়ের বিরুদ্ধে আইসিসির নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে পূর্ণ সম্ভাবনা নিয়ে খুব শক্তিশালীভাবে তিনি ফিরবেন। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।