ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মাদক মামলায় হেরোইন ব্যবসায়ীর যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
রাজশাহীতে মাদক মামলায় হেরোইন ব্যবসায়ীর যাবজ্জীবন

রাজশাহী: রাজশাহীতে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কবির হোসেন (৩২) নামে এক হেরোইন ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিশেষ দায়রা জজ আদালত-১ এর বিচারক মোসা. ইসমত আরা এ রায় ঘোষণা করেন। কবির হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় গ্রামের বাসিন্দা।

 

রাজশাহীর বিশেষ জজ আদালতের (১) রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ৪ মার্চ ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন কবির। পুলিশ এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে বুধবার এ রায় ঘোষণা করেন।

তিনি আরও জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।