বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিশেষ দায়রা জজ আদালত-১ এর বিচারক মোসা. ইসমত আরা এ রায় ঘোষণা করেন। কবির হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় গ্রামের বাসিন্দা।
রাজশাহীর বিশেষ জজ আদালতের (১) রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ৪ মার্চ ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন কবির। পুলিশ এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে বুধবার এ রায় ঘোষণা করেন।
তিনি আরও জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসএস/ওএইচ/