বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুদ্দুস ঝিনাইদহের শৌলকুপা উপজেলার হাবিদপুর গ্রামের বাসিন্দা।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বাংলানিউজকে জানান, চার থেকে পাঁচদিন আগে কুদ্দুস তার অটোরিকশাসহ নিখোঁজ হন। বুধবার সকালে ওই এলাকায় পরিত্যক্ত একটি টিনের ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসআরএস