বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার রুহিতপুর এলাকায় ধলেশ্বরী নদীতে এ অভিযান চালানো হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল কামরুল হাসান সোহেল এ অভিযান পরিচালনা করেন। এসময় তাকে সহযোগিতা করেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা।
কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা বাংলানিউজকে বলেন, মা ইলিশ রক্ষায় প্রথমে রুহিতপুর বাজারে অভিযান চালানো হয়। তবে সেখানে কোনো ইলিশ পাওয়া যায়নি। পরে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমআরএ/এনটি