বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোস্তাক আহম্মেদের বাড়ি রাজশাহীর পবা থানার সড়কপাড়া এলাকায়।
রাজশাহীর বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আরডিএ’র উচ্চমান সহকারী মোস্তাককে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেয় দুদক। কিন্তু তিনি হিসাব জমা দেননি।
এ ঘটনায় ২০১৬ সালের ২৮ এপ্রিল রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় মামলা করে দুদক। পরে দুদকের উপ-পরিচালক রিজিয়া খাতুন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসএস/আরআইএস/