বুধবার (৩০ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন। এর আগে দুইশ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতে নাতে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।
সাজাপ্রাপ্ত আনসার সদস্য ইজ্জত আলী যশোর জেলার মনিরামপুর থানার পারখাজুরা গ্রামের ঈমান আলীর ছেলে।
এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক জাকির হোসেন জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি টাকা ছাড়া কেউ পাসপোর্ট করতে পারেন না- এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একজন ভুক্তভোগীর স্বীকারোক্তি মতে সেখানে নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্য ইজ্জত আলীকে ঘুষের টাকাসহ হাতে নাতে আটক করা হয়।
এর আগে ২৭ অক্টোবর সাতক্ষীরা পাসপোর্ট অফিস থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক দালাল শেখ তরিকুল আলম জনসম্মুখে বলেছিলেন, পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক ইন্দ্রিরা গাইন, আউট সোর্সিং কর্মচারী লাভলু, এমএলএসএস মনির হোসেন ও সোহাগ প্রতিটি পাসপোর্ট বাবদ বিভিন্ন দালালের মাধ্যমে অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে থাকেন।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসএইচ