ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ করার মতো নয়: শ.ম রেজাউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ করার মতো নয়: শ.ম রেজাউল

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা দেখানো দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য। এদেশের মুক্তিযোদ্ধারা দেশকে ভালোবেসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

মুক্তিযোদ্ধাদের এ ঋণ আমাদের শোধ করার মতো নয়। তাই সব সময় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে।  

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
  
ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনোরঞ্জন মণ্ডলের সভাপতিত্বে ও জেলার নাজিরপুর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের পরিচালনায় স্থাণীয় হাওলাদার টেক্সটাইল মিল মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাজাহান খান তালুকদার, অ্যাডভোকেট রাজ্জাক খান বাদশা, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুল, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।

এর আগে মন্ত্রী সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে নাজিরপুর-কচুয়া  (জেড-৭৭১৬) সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। একই দিন দুপুরে মন্ত্রী জেলার নাজিরপুরে স্থানীয়দের মধ্যে প্রধান মন্ত্রীর তহবিল থেকে দেওয়া    শীতবস্ত্র বিতরণ করেন।  

ওই  উপজেলার  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে উপজেলার স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত ওই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাকাওয়াত জামিল সৈকত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, তিমির হালদার তুহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।