ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের অভিযানে ৪০ বস্তা ভেজাল চা পাতা জব্দ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
পুলিশের অভিযানে ৪০ বস্তা ভেজাল চা পাতা জব্দ জব্দকৃত ভেজাল চা পাতা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে ৪০ বস্তা ভেজাল চা পাতা জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১২ মার্চ) শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন পরিষদের সিক্কা গ্রামে অভিযান চালিয়ে আ. রহিম মিয়া (৫৫), আব্দুর নুর মিয়া (৬০) ও আব্দুল মজিদ মিয়ার (৫০) বসত বাড়ি থেকে বিপুল পরিমাণ ভেজাল চা-পাতা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারবারিরা পালিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ভেজাল চা পাতা কারবারিরা শ্রীমঙ্গল থানার বিভিন্ন চা বাগান থেকে চা পাতা, শুকনো চা পাতা ও অন্যান্য গাছের পাতা সংগ্রহ করে তাদের নিজেদের প্রযুক্তির মাধ্যমে শুকিয়ে ঢেকি ও অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে অভিনব কায়দায় গুড়া করে কেমিক্যাল জাতীয় অন্যান্য দ্রব্যাদি মিশিয়ে ভেজাল চা পাতা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

ভেজাল কারবারিদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক।
 
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।