ঢাকা, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীর এসপি মাসুদ হোসেন করোনা আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
রাজশাহীর এসপি মাসুদ হোসেন করোনা আক্রান্ত

রাজশাহী: রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসপি মাসুদ হোসেনের সর্দি ছিল। তাই রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে তিনি নমুনা দেন। এরপর সোমবার (১২ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা হলে তার করোনা শনাক্ত আসে।

তিনি আরও জানান, রাতে করোনা পজিটিভ থাকার বিষয়টি পর থেকে বাসায় আইসোলেশনে আছেন এসপি মাসুদ হোসেন। তার শারীরিক অবস্থা ভালো আছে।

এদিকে, সোমবার রামেকের ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৩৮টি নমুনায় করোনা শনাক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।