ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

জাতীয় শোক দিবসে বঙ্গভবনে বিশেষ দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
জাতীয় শোক দিবসে বঙ্গভবনে বিশেষ দোয়া মাহফিল

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ দোয়া মাহফিলে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবন প্রেস উইং জানায়, রোববার (১৫ আগস্ট) বাদ আসর বঙ্গভবন দরবার হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির সচিব, বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন।

বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ ’৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন-অগ্রগতি কামনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবির।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।