ঢাকা, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

জাতীয় শোক দিবসে বোট ক্লাব-বনানী ক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
জাতীয় শোক দিবসে বোট ক্লাব-বনানী ক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে ঢাকা বোট ক্লাব ও বনানী ক্লাব।

রোববার (১৫ আগস্ট) ঢাকা বোট ক্লাব ও বনানী ক্লাব আলাদা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

অনলাইন প্ল্যাটফর্ম জুমের সাহায্যে শিশুদের জন্য জাতির পিতার প্রতিকৃতি অঙ্কন বিষয়ক ভার্চ্যুয়াল প্রতিযোগিতার আয়োজন করে রাজধানীর ক্লাব দু’টি।

এর আগে সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা ও তার পরিবারের অন্য সদস্যদের রুহের মাগফেরাত কামনায় আয়োজন করা হয় মিলাদ মাহফিলের।

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পর্কে ঢাকা বোট ক্লাবের সভাপতি বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুরা বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে।

বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ বলেন, আমি আশা করি এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা বঙ্গবন্ধু সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবে। তারা হয়ে উঠবে সত্যিকারের বঙ্গবন্ধুপ্রেমী।

চার থেকে আট বছর বয়সী শিশুদের জন্য ‘ক’ ও ‘খ’ এ দু’টি ক্যাটাগরিতে জাতির পিতার প্রতিকৃতি অঙ্কন বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক্লাব সদস্যদের সন্তানরা অংশগ্রহণ করে। তাদের আঁকা ছবিতে উঠে আসে বাংলাদেশ, দেশপ্রেম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
এমআইএইচ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।