ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ এর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি।
রোববার (১৫ আগস্ট) দুপুরে দলের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক,বিদুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান এর নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপ-কমিটির সদস্যরা।
বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর তার সম্মানে কিছুক্ষণ নিরবতা পালন করেন তারা।
এরপর দুপুর পৌনে একটায় এ বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত অনন্য সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন উপ-কমিটির সদস্যরা।
শ্রদ্ধাজ্ঞাপনের সময় অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ।
জাতীয় শোক দিবস উপলক্ষে 'আমাদের চুয়াডাঙ্গা ফাউন্ডেশন' এবং 'মিনিস্টার গ্রুপে'র কর্ণধার এম রাজ্জাক রাজের উদ্যোগে তার নিজ বাড়িতে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ এবং দোয়া মাহফিল এর আয়োজন করেন।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এমইউএম/এমএইচএম