ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

মমেক হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
মমেক হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকাল ৯টায় খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।  

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিরিনা (৫০), সিরাজ মিয়া (৫৫), ভালুকার আমির আলি (৭০) ও নেত্রকোনা কেন্দুয়ার জম্মাত আলি  (৯০)।

অপরদিকে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের সিরাজ (৭৬), রাশেদা (৭০), ধোবাউড়ার আয়েশা খাতুন (৭৫), ফুলপুরের গিয়াস উদ্দিন (৭৫), গফরগাওয়ের নজরুল ইসলাম (৬৫), নেত্রকোনা সদরের রতন মিয়া (৫০), রেনু আক্তার (৩৫), জামালপুর সদরের মরিয়ম (৬৫) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সুকুর মাহমুদ (৮০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ করোনা ইউনিটে মোট ৩৬৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ‍্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৭০৮ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৪৯ জনের।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।