যশোর: যশোরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকালে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মধু দাস (৫৫) ও তার ছেলে সাগর দাস (২৭)।
ফায়ার সার্ভিস সূত্র ও স্থানীয়রা বাংলানিউজকে বলেন, সোমবার ভোরে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসেন শ্রমিক মধু দাস। সেপটিক ট্যাংকে নামার পর তার আর কোনো সাড়া না পাওয়ায় তার ছেলে সাগরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সাগরও এসে সেপটিক ট্যাংকে নেমে পড়েন। কিন্তু কিছুক্ষণ পর তারও কোনো সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
পরে যশোর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে পিতা-পুত্রের মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস কর্মীরা বলেন, ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাস অথবা অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।
যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বাংলানিউজকে বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
ইউজি/কেএআর