সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া বাবুলিয়া মোড়ে বাসের ধাক্কায় আজমীর হোসেন (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (১৬ আগস্ট) ভোর ৫টায় সাতক্ষীরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজমীর হোসেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গ্রামীণ ব্যাংকের নাভারণ শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নিহতের ভাই আছাফুর রহমান জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন আজমীর। পথে ছয়ঘরিয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ অতিবাহিত হলেও কেউ এগিয়ে না আসায় মরদেহটি রাস্তায় পড়েছিল। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এসআই