ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় পরকীয়ার জেরে প্রাণ গেল বাবা-মেয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
মঠবাড়িয়ায় পরকীয়ার জেরে প্রাণ গেল বাবা-মেয়ের

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় জামাতার পরকীয়ার জেরে প্রাণ গেল জাকির হোসেন (৪৮) ও তার মেয়ে জান্নাতি বেগম হ্যাপীর (১৯)।

সোমবার (১৬ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এর আগে রোববার (১৫ আগস্ট) রাতে উপজেলার সাপলেজা ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঝাটিবুনিয়া গ্রামের মৃত ফরিদ উদ্দিন হাওলাদারের ছেলে মামুন হোসেন হাওলাদারের (২৫) সঙ্গে গত পাঁচ-ছয় বছর আগে জাকির হোসেনের মেয়ে হ্যাপীর বিয়ে হয়। কিন্তু মামুন পরকীয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে মামুন ও হ্যাপীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

শনিবার (১৪ আগস্ট) রাতে হ্যাপীকে অকথ্য ভাষায় গালাগালিসহ মানসিক নির্যাতন করে মামুন। এ কারণে রোববার (১৫ আগস্ট) দুপুরে আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন হ্যাপী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মেয়ের মৃত্যুর খবর শুনে কষ্টে ক্ষোভে জান্নাতির বাবা জাকির হোসেনও বিষপান করেন। তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত জামাতা মামুন হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।