ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
রাজশাহীতে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ৩

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ভয়ঙ্কর মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৫ আগস্ট) রাতে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন-মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার মৃত দুলাল হোসেনের ছেলে মইদুল ইসলাম তুহিন (৩২), হড়গ্রাম বাজার এলাকার সাইদুর রহমানের ছেলে সোহানুর রহমান শোভন (২৩) ও দামকুড়া থানার পুরাতন কসবার এলাকার টেবলু আলীর ছেলে আদিল হোসেন (২৪)।

মহানগর গোয়েন্দা শাখার উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, গোয়েন্দা পুলিশের কাছে খবর আসে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় তিনজন ট্যাপেন্টাডল বিক্রয়ের জন্য অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায়  আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৩১৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এসএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।