ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলন করায় দু’জনকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
অবৈধভাবে বালু উত্তোলন করায় দু’জনকে লাখ টাকা জরিমানা

নীলফামারী: অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে নীলফামারীর ডোমার উপজেলায় দুই ট্রাক্টর মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরধরারপার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জায়িদ ইমরুল মোজাক্কিন।

জরিমানাপ্রাপ্তরা হলেন- উপজেলার বড় রাউতা গ্রামের বাসিন্দা আয়নাল হক (৫৫) ও মৃত আলী মিয়ার ছেলে বাচ্চা মিয়া।

ভ্রাম্যমাণ আদালতের মামলা সূত্রে জানা গেছে, আয়নাল ও বাচ্চা মিয়া বালু মহালের বালু অবৈধভাবে ট্রাক্টরে নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সহযোগিতায় ট্রাক্টর দু’টি চালকসহ আটক করেন। পরে তাদের জরিমানা করে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বাংলানিউজকে জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১১ ধারা লঙ্ঘনের দায়ে আয়নাল ও বাচ্চা মিয়াকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।