ঢাকা: বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার (পিকে) হালদার চক্রের অর্থ আত্মসাতের ঘটনায় এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৬ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সকাল ১০ থেকে দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
এর আগে এফএএস ফাইন্যান্সের ৩০ কর্মকর্তাকে তলব করে চিঠি দেয় সংস্থাটি।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এসএমএকে/ওএইচ/