ঢাকা: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মশিউর রহমানকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. এহছানে এলাহীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়।
সোমবার (১৬ আগস্ট) এ পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
অপর আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. নাহিদ রশীদকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি) করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এমআইএইচ/ওএইচ/