ঢাকা: আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বাস করে আফগানিস্তানের জনগণ নিজেরাই তাদের দেশ পুনর্নির্মাণ এবং ভবিষ্যৎ নির্ধারণ করবে।
সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সতর্কতার সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমাদের বিশ্বাস আফগানিস্তানের এ ঘটনার প্রভাব এ অঞ্চলে এবং এর বাইরেও পড়বে।
আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক-সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। দেশটি সার্কের সদস্য এবং দক্ষিণ এশিয়ার অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আফগানিস্তানের সরকার ও জনগণ সহায়তা দিয়েছে।
বাংলাদেশ দৃড়ভাবে বিশ্বাস করে আফগানিস্তানের জনগণ নিজেরাই তাদের দেশ পুনর্নির্মাণ এবং ভবিষ্যত নির্ধারণ করবে। বাংলাদেশ খুশি মনে আফগানিস্তানের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
টিআর/ওএইচ/