মাদারীপুর: মাদারীপুরে ভাঙ্গাব্রিজ এলাকায় বাসের চাপায় শুকুর গাজী (৩০) ও আমির বেপারী (৩৭) নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো দুইজন।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এসময় প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। এ ঘটনায় ওই সড়কে সব যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘাতক পরিবহন আটকের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শুকুর গাজী ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্নপাড়া গ্রামের শফিক গাজীর ছেলে ও আমির বেপারী একই ইউনিয়নের ধুয়াসার গ্রামের বড়ধনুয়া এলাকার জোরাল বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে ভাঙ্গাব্রিজ নামক স্থানে ব্যাটারি চালিত একটি ভ্যানকে সামনে থেকে চাপা দেয়। ওই ভ্যানে তিনজন যাত্রী ছিল। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী আমির বেপারীর মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর ভ্যানচালক শুকুর গাজী মারা যায়।
এ ঘটনায় স্থানীয় ও নিহতের স্বজনেরা ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মাদ শিকদার জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক মারা যায়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করলে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
আরএ