ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে তিব্বত কারখানায় কেমিক্যাল ড্রামে শফিকুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে একটি ড্রাম থেকে পড়ে যান শফিকুল।
শফিকুলের সহকর্মী আলমগীর হোসেন বলেন, তারা তিব্বত কোম্পানিতে শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার সকাল থেকে কেমিক্যাল ড্রামে স্টিকার লাগানোর কাজ করছিলেন। স্তুপ করা ড্রামে স্টিকার লাগানোর সময় হঠাৎ পা পিছলে নিচে আরেক ড্রামে পড়ে যান শফিকুল। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমগীর আরও বলেন, তারা তেজগাঁও পূর্ব নাখালপাড়ায় থাকেন। শফিকুলের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান বলেন, মরতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁ শিল্পাঞ্চল থানায় অবহিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এজেডএস/জেএইচটি