ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

রাজনীতি

সরকার পতনের পর গ্রেপ্তার, ছাড়া পেয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
সরকার পতনের পর গ্রেপ্তার, ছাড়া পেয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ  রকিবুল হাসান রনি

ময়মনসিংহ: জেলার ত্রিশাল পৌর শাখা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত সংগঠন) সভাপতি রকিবুল হাসান রনি সংগঠন থেকে পদত্যাগ করেছেন। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

পদত্যাগের বিষয়টি শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন রকিবুল হাসান। তিনি ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের বাসিন্দা।

এর আগে ছাত্রলীগের প্যাডে লিখিতভাবে ত্রিশাল পৌর শাখার সভাপতি পদ থেকে পদত্যাগ করেন রকিবুল হাসান।  

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি একান্ত ব্যক্তিগত কারণে সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। পরবর্তীতে আমি সংগঠনের কোনো কার্যক্রমে জড়িত থাকব না। ’ 

আর এই পদত্যাগপত্রটি ডাকযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বরাবরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রকিবুল হাসান।

রনি বাংলানিউজকে আরও বলেন, ‘ছাত্রলীগ করার কারণে গত অক্টোবরে গ্রেপ্তার হয়ে ভাঙচুর ও বিস্ফোরক মামলায় ১২ দিন জেল খেটে জামিনে ছাড়া পেয়েছি। একবার গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হলেও আবারও গ্রেপ্তার আতঙ্কে পরিবার ও স্বজনেরা উৎকণ্ঠায় থাকেন। বর্তমানে মা অসুস্থ। বাবা শুধু কান্নাকাটি করেন। পরিবারের সবাই চান, আমি আর রাজনীতি না করি। মূলত এসব কারণেই আমি পদত্যাগ করেছি। ’

উল্লেখ্য, গত বছরের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।