ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারের যেকোনো সিদ্ধান্ত মেনে নেবেন শাবি উপাচার্য 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
সরকারের যেকোনো সিদ্ধান্ত মেনে নেবেন শাবি উপাচার্য  অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

শাবিপ্রবি (সিলেট): ক্যাম্পাসে সৃষ্ট পরিস্থিতি ও হামলার বিষয়ে নিজের কোনো দোষ থাকলে এবং এর পরিপ্রেক্ষিতে সরকার যে সিদ্ধান্ত দেবে, তা মেনে নেবেন বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার (১৯ জানুয়ারি) ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন উপাচার্য।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছিলাম। তবে কিছু দিনের সময় তাদের কাছে চেয়েছি। পরবর্তীতে শিক্ষার্থীরা আন্দোলন চলমান রাখেন। পরে প্রশাসন ও শিক্ষক প্রতিনিধিরা তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও তারা আরোচনা করতে অস্বীকৃতি জানিয়ে তা প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, সর্বশেষ শিক্ষার্থীদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তাতে আমরা বিব্রত ও মর্মাহত। এ ঘটনায় আমার যদি কোনো দোষ থাকে, তাতে সরকার তদন্ত কমিটি গঠন করে কোনো ধরনের অন্যায় পেয়ে থাকেন, তাহলে সরকার যে সিদ্ধান্ত দেবে আমি মেনে নিতে রাজি। আমি চাই এ ঘটনার সুষ্ঠু একটা তদন্ত হোক। কে বা কারা পুলিশের ওপর এ হামলা করে, তা খতিয়ে দেখতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি।

এদিকে, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগে আমরণ অনশন কর্মসূচি করছেন আন্দোলনরত ২৪ জন শিক্ষার্থী। তার মধ্যে ১৫ জন ছাত্র এবং ৯ জন ছাত্রী রয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:
আমরণ অনশনে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
১২টার মধ্যে হল ছাড়তে হবে শাবি শিক্ষার্থীদের 
শাবিপ্রবির সিরাজুন্নেসা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক নাজিয়া
শাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ
শাবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উপাচার্যকে অবরুদ্ধ করলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা 
শাবিপ্রবিতে ক্লাস বর্জন, চলছে শিক্ষার্থীদের আন্দোলন
আন্দোলনকারী ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা
শাবিপ্রবিতে এবার প্রভোস্টের রুমে তালা শিক্ষার্থীদের
‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’
শাবির ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি
ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, প্রশাসনিক ভবনে তালা
অবাঞ্ছিত ঘোষণার পর শাবি ভিসির বাসভবন ঘেরাও
আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে শাবিপ্রবি প্রশাসন
রাষ্ট্রপতির কাছে শাবিপ্রবির শিক্ষার্থীদের খোলা চিঠি
শিক্ষার্থীরা নিয়ে এলো ফুল, ফিরিয়ে দিল পুলিশ

‘শিমুল ফুল শিমুল ফুল, ভিসি তুমি করছো ভুল’- স্লোগানে উত্তাল শাবিপ্রবি

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।