ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় সওজের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
উল্লাপাড়ায় সওজের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু সওজের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক বিভাগের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।  

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের কাওয়াক মোড় থেকে শুরু করে রাস্তার দু’পাশের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত রহমান।  

এ সময় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক,  উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক উপস্থিত ছিলেন।  

সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বাংলানিউজকে জানান, শ্রীকোলা থেকে কাওয়াক মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার (বাইপাস) রাস্তা চার লেনে প্রসস্থকরণ করা হবে। এ কারণে সড়কের দু’পাশে সওজের জায়গায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এছাড়াও শ্রীকোলা থেকে পাইকপাড়া পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার দু’পাশে বেদখলকৃত সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।