ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির অভিযানে ফার্মগেটে দেড় শতাধিক দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
ডিএনসিসির অভিযানে ফার্মগেটে দেড় শতাধিক দোকান উচ্ছেদ

ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে দেড় শতাধিক অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকার নেতৃত্বে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ফার্মগেট ফুটওভার ব্রিজ এবং এর আশেপাশে প্রায় দেড় শতাধিক অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে তিন ব্যক্তিকে পৃথকভাবে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দুপুর ১২ টায় অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে উত্তরা ৫ নম্বর সেক্টর লেক ব্রিজের উপরে এবং এর আশেপাশ থেকে প্রায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।