ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ২৯ জেলের জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
বরিশালে ২৯ জেলের জেল-জরিমানা জব্দ করা ইলিশ বিতরণ করা হচ্ছে

বরিশাল: বরিশালে জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আট জেলেকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এক লাখ ৮১ হাজার মিটার জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশে জেলার বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করেন।

অভিযানে ২৯ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা ছাড়াও জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এবারের অভিযানে এ পর্যন্ত বরিশাল জেলায় ৪৮১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৮০ জেলেকে তিন লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময়কালে ২৯ লাখ ৮১ হাজার মিটার জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।