ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উইম্যান চেম্বারের এসএমই এক্সপো শুরু শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
উইম্যান চেম্বারের এসএমই এক্সপো শুরু শুক্রবার ...

চট্টগ্রাম: নগরের পলোগ্রাউন্ড মাঠে শুক্রবার (১ নভেম্বর) শুরু হচ্ছে মাসব্যাপী ১৩তম ইন্টারন্যাশনাল উইম্যানস এসএমই এক্সপো বাংলাদেশ। বিকেল ৩টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী মেলার উদ্বোধন করবেন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মেলা কমিটির আহ্বায়ক ও উইম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ডা. মুনাল মাহবুব।

এ মেলাকে দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় বাণিজ্য সম্মিলন আখ্যা দিয়ে তিনি বলেন, এ বছর বাহরাইন, কাতার, মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রতিনিধি মেলা পরিদর্শনের নিশ্চয়তা পেয়েছি।

মেলার কান্ট্রি পার্টনার হয়েছে ইন্দোনেশিয়া।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সৌভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন।

যার ফলে এদেশের নারীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে উৎসাহিত হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিসেস রিনা পি সোমারনো, এফবিসিসিআই'র সভাপতি শেখ ফজলে ফাহিম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, লায়ন জেলা গভর্নর কামরুন মালেক প্রমুখ।

মেলায় ছোট বড় সাড়ে তিনশ' স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে। ১২-১৬ নভেম্বর ষষ্ঠ এসএমই ব্যাংকিং ম্যাচ মেকিং ফেয়ার ২০১৯।

প্রতি সপ্তাহে প্রবেশ টিকিটের ওপর মোটরসাইকেলসহ ৫১টি পুরস্কার থাকবে। মেলার স্পন্সর হিসেবে থাকছে বসুন্ধরা গ্রুপ, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, সিটি ব্যাংক, ইস্পাহানী গ্রুপ, টেলিটক ইত্যাদি।

উপস্থিত ছিলেন আবিদা মোস্তফা, সহ সভাপতি রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, সাহেলা আবেদীন, শারমিলা রিমা, ফেরদৌসী ইয়াসমিন খানম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।