বুধবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মেলা কমিটির আহ্বায়ক ও উইম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ডা. মুনাল মাহবুব।
এ মেলাকে দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় বাণিজ্য সম্মিলন আখ্যা দিয়ে তিনি বলেন, এ বছর বাহরাইন, কাতার, মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রতিনিধি মেলা পরিদর্শনের নিশ্চয়তা পেয়েছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সৌভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিসেস রিনা পি সোমারনো, এফবিসিসিআই'র সভাপতি শেখ ফজলে ফাহিম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, লায়ন জেলা গভর্নর কামরুন মালেক প্রমুখ।
মেলায় ছোট বড় সাড়ে তিনশ' স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে। ১২-১৬ নভেম্বর ষষ্ঠ এসএমই ব্যাংকিং ম্যাচ মেকিং ফেয়ার ২০১৯।
প্রতি সপ্তাহে প্রবেশ টিকিটের ওপর মোটরসাইকেলসহ ৫১টি পুরস্কার থাকবে। মেলার স্পন্সর হিসেবে থাকছে বসুন্ধরা গ্রুপ, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, সিটি ব্যাংক, ইস্পাহানী গ্রুপ, টেলিটক ইত্যাদি।
উপস্থিত ছিলেন আবিদা মোস্তফা, সহ সভাপতি রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, সাহেলা আবেদীন, শারমিলা রিমা, ফেরদৌসী ইয়াসমিন খানম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এআর/টিসি