ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
চবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা

চট্টগ্রাম: বিজয় দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে ফুল দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।  

হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

আহত ছাত্রদল নেতাকর্মীদের নগরের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।

 

চবি ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন বাংলানিউজকে বলেন, বিজয় দিবস উপলক্ষে দুপুর পৌনে একটার দিকে মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে ফুল দিতে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত আমাদের উপর হামলা চালায়। এতে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক হাসান, যুগ্ম সম্পাদক আরাফাত খান, জসিম উদ্দিনসহ মোট ১০-১২ জন নেতাকর্মী গুরুতর আহত হন। তাদেরকে ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

এদিকে ছাত্রলীগ দাবি করেছে, ছাত্রদল নেতাকর্মীরা ফুল দেওয়ার নামে শিবিরের নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল করার চেষ্টা করছিলো। ছাত্রলীগ তাদের পরিকল্পনা নস্যাৎ করে প্রতিহত করেছে।

চবি ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল বাংলানিউজকে বলেন, আমাদের কাছে খবর ছিলো, তারা (ছাত্রদল) ক্যাম্পাসে অস্থিতিশীল করবে। এজন্য চিহৃিত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিতে এসেছিলো। আমাদের কর্মীরা তাদের প্রতিহত করেছে।

চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বাংলানিউজকে বলেন, স্বাধীনতাবিরোধীদের যেখানে পাওয়া যাবে, সেখানে প্রতিহত করা হবে। আজকে ক্যাম্পাসে ছাত্রদল-শিবির জোট হয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা নস্যাৎ করা হয়।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের ঝামেলার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগও দেয়নি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
জেইউ/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।