ঢাকা, সোমবার, ২৮ শ্রাবণ ১৪৩১, ১২ আগস্ট ২০২৪, ০৬ সফর ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে মোমবাতি জ্বালিয়ে কোটা আন্দোলনে শহীদদের স্মরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
দুর্গাপুরে মোমবাতি জ্বালিয়ে কোটা আন্দোলনে শহীদদের স্মরণ 

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে শহিদ মিনারে মোমবাতি জ্বালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করে তাদের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় দুর্গাপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে সকালে শহিদ মিনার পরিষ্কার, স্কুল তদারকি, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সরেজমিনে ঘুরে দেখেন তারা। সারাদিন এ-সব কার্যক্রম শেষে শিক্ষার্থীরা একত্রিত হয়ে সন্ধ্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, কোটা আন্দোলনে সারাদেশে আমাদের অনেক ভাই শহিদ হয়েছেন। তাদের সবার স্মরণে আজকের এই মোমবাতি প্রজ্বালন। আমরা আমাদের ভাইদের হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।