লালমনিরহাট: লালমনিরহাট-বুড়িমারী রুটে জামায়াত-শিবির কর্মীরা রেল লাইন তুলে ফেলায় বন্ধ থাকার ১৪ ঘণ্টা পর ট্রেন সচল হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার সকাল ৮টায় পাটগ্রাম উপজেলার বাড়িমারী স্থলবন্দরের কাছে আলাউদ্দিননগর এলাকায় জামায়াত-শিবির কর্মীরা ওই রুটের ১২৬ ফুট লাইন তুলে ফেলায় ট্রেন চলাচল বন্ধ ছিল।
রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ট্রাফিক সার্জন মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের মেকানিক্যাল টিম বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে এসে মেরামত কাজ শুরু করে।
সকাল ১১টার দিকে মেরামত কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর