ঢাকা, শনিবার, ১৯ শ্রাবণ ১৪৩১, ০৩ আগস্ট ২০২৪, ২৭ মহররম ১৪৪৬

জাতীয়

ভোলার চরফ্যাশনে নতুন দুই থানার অনুমোদন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১২

ভোলা: জেলার চরফ্যাশন উপজেলায় নতুন দু’টি থানা প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। অনুমোদনকৃত থানাগুলো হলো- শশীভুষণ ও দক্ষিণ আইচা।



জেলায় নতুন থানা হওয়ার ঘোষণায় খুশিতে এলাকায় চলছে আনন্দ মিছিল।

সোমবার দুপুর ২টায় সচিবালয়ের এক সভায় নতুন এ থানা দুটির অনুমোদন দেওয়া হয়।

এর আগে এ শশী ভূষণ, রসুলপুর এবং দক্ষিণ আইচা চরমানিকা ইউনিয়নের অংশ ছিল।

বিকেলে থানা ঘোষণার খবর চরফ্যাশনে ছড়িয়ে পড়লে ব্যাপক মাইকিং ও সংশ্লিষ্ট এলাকায় আনন্দ মিছিল করেছে স্থানীয় জনগণ।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বাংলানিউজকে বলেন, ‘এমন খবর আমরা শুনেছি, তবে কোনো কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছেনি। ’

মুজিবনগর, কুকরী-মুকরী, ঢালচর, নজরুল নগর ও চরমানিকা ইউনিয়ন নিয়ে গঠিত হলো শশী ভূষণ থানা। এ এলাকার জনসংখ্যা এক লাখ ২০ হাজার।

অন্যদিকে রসুলপুর, কলমী, এওয়াজপুর, জাহানপুর ও হাজারীগঞ্জ ইউনিয়ন নিয়ে গঠিত হলো দক্ষিণ আইচা থানা। এখানকার জনসংখ্যা এক লাখ ২১ হাজার।

চরফ্যাশন উপজেল‍া চেয়ারম্যান নূরুল ইসলাম ভিপি বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে সেলফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ভোলায় দু’টি নতুন থানা করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।

জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বাংলানিউজকে জানান, তিনি শুনেছেন তবে এ সংক্রান্ত কোনো চিঠিপত্র তার কাছে আসেনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।