ঢাকা, শনিবার, ১ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

জাতীয়

জকিগঞ্জে বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
জকিগঞ্জে বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু

সিলেট: সিলেটের জকিগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়া কলেজ পড়ুয়া এক ছাত্রীকে চাপা দেয় বাসটি।

এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর সঙ্গে থাকা আরেক শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার (১৮) জালালাবাদ গ্রামের আব্দুস সালামের মেয়ে। তিনি স্থানীয় লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী অনিকা পরিবহনের একটি বাস উপজেলার আটগ্রাম এলাকায় আসামাত্র বেপরোয়া গতিতে একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় ফাতেমা আক্তার নামে এক কলেজ পড়ুয়া ছাত্রীকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। ফাতেমার সঙ্গে থাকা আরেক শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পগে। ওই রাস্তার পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল দুজন শিক্ষার্থী। ঘটনাস্থলেই তাদের একজন মারা যায় এবং আরেক জনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।