সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে আসাদুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তেলিখাল ইউনিয়নের শিলাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর মামা মাওলানা হোসাইন আহমদ বলেন, দুপুরে কোনো এক ফাঁকে আসাদুল্লাহ সবার অজান্তে বাড়ির সামনে ডোবার পানিতে থাকা ছোট্ট নৌকায় বসে খেলা করছিল। ওই সময় নৌকা থেকে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর নৌকার পাশে পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। তখন তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশুটি মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই অনুমতি সাপেক্ষে মরদেহ নিয়ে দাফন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এনইউ/জেআইএম