ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক হাবীবুর রহমানের পিতার মৃত্যু  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
সাংবাদিক হাবীবুর রহমানের পিতার মৃত্যু  

চট্টগ্রাম: দৈনিক আজাদী নিজস্ব প্রতিবেদক হাবীবুর রহমানের পিতা আহমদ শফি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সোয়া দশটার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট চেয়ারম্যান বাড়ীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন ধরে পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত ছিলেন।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি স্ত্রী, চার পুত্র, পাঁচ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর মরহুমের নিজগ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে একাধিক সংগঠন শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।