ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩১, ২৭ আগস্ট ২০২৪, ২১ সফর ১৪৪৬

জাতীয়

মুক্তি পেলেন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
মুক্তি পেলেন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী।

সোমবার (২৬ আগস্ট) দুপুরের দিকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

সন্ত্রাস বিরোধী মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নং- ১৫২২৪। মুফতি জসিম উদ্দিন রাহমানী বরগুনা সদর থানার খাজুর তোলা এলাকার নুর মোহাম্মদের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মুফতি জসিম উদ্দিন রাহমানীর জামিনের কাগজপত্র আদালত থেকে কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে চারটি মামলা ছিল।

জান গেছে, তার বিরুদ্ধে ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল ২৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান। তার বিরুদ্ধে অন্য তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
আরএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।