ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাদের হাতে এনআইডি: নির্বাচন কমিশনের কর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
রোহিঙ্গাদের হাতে এনআইডি: নির্বাচন কমিশনের কর্মী আটক

চট্টগ্রাম: রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার মামলায় নাজিম উদ্দিন নামে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ২টার দিকে নগরের লাভ লেইনের জেলা নির্বাচন অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া বাংলানিউজকে বলেন, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত মামলায় আগে গ্রেফতার হওয়া নির্বাচন কমিশনের ৪ কর্মচারীর দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

 

প্রসঙ্গত, এ নিয়ে এনআইডি কেলেঙ্কারির ঘটনায় নির্বাচন কমিশনের ৪ কর্মচারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘন্টা, নভেম্বর ১৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।