ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মা ও শিশু হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
মা ও শিশু হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান মা ও শিশু হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম: মা ও শিশু হাসপাতালের জন্য চ্যারিটি প্রতিষ্ঠান ‘কানেক্ট দ্যা ডটস’ ফাউন্ডেশন থেকে একটি হাই ফ্লো অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস কমপ্লেক্সে মা ও শিশু হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে এই অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করা হয়।

কানেক্ট দ্যা ডটস এর প্রতিষ্ঠাতা তানভীর শাহরিয়ার রিমন এবং সহ-প্রতিষ্ঠাতা রোকসানা শাহরিয়ার মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হাসান এবং ট্রেজারার রেজাউল করিম আজাদের হাতে এই যন্ত্রটি তুলে দেন।

এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইঞ্জিনিয়ার আলী আশরাফ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।