ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে বন্দর ম্যাজিস্ট্রেটের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে বন্দর ম্যাজিস্ট্রেটের অভিযান ...

চট্টগ্রাম: করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে দেশের প্রধান সমুদ্রবন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

প্রসিকিউশন অফিসার ও এস্টেট অফিসার মুহাম্মদ শিহাব উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের দফতরের কর্মকর্তা ও কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।  

বন্দর সূত্রে জানা গেছে, কাস্টম মোড়, বন্দর ভবন, বন্দর হাসপাতাল, কাস্টম হাউসসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হয়েছে।

এ সময় মাস্কবিহীন দুইজনকে ২০০ টাকা জরিমানা করা হয়। জনসাধারণকে লকডাউনকালে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা না করতে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়। বিতরণ করা হয় মাস্ক।

জনস্বার্থ ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনা করে লকডাউন চলাকালীন বন্দর এলাকায় অভিযান অব্যাহত থাকবে।   

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।